যুক্তরাষ্ট্রের টিবিএন২৪ এর প্রেসিডেন্ট ও সিইও আহমদুল কবির বারভূইঁয়া হবিগঞ্জে সংবর্ধিত
যুক্তরাষ্ট্রের টিবিএন২৪ নিউজ নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও সিইও, বিশিষ্ঠ উদ্যোক্তা ও শিক্ষানুরাগী আহমদুল কবির বারভূইঁয়াকে সম্মাননা প্রদান করেছে জে কে এন্ড এ হাইস্কুল এন্ড কলেজ শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদ। গত ২২ এপ্রিল বিকেল ৫ টায় স্কুল প্রাঙ্গনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের আহবায়ক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। শেখ ওসমান গণি রুমির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ও সাজ সজ্জা উপ-কমিটির আহবায়ক মানবাধিকারকর্মী জি কে মওলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান, সহকারি প্রধান শিক্ষক মোঃ মোসাব্বির হোসেন, বাডস কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ নূর উদ্দিন জাহাঙ্গীর, স্কুলের প্রাক্তন ছাত্র যায়েদুর রহমান সৌরভ, আবু নাছের মোঃ সামি, আরাফাত আহাম্মদ রাফি, কাজী মঈনুল হোসেন ইকবাল, মোজাম্মেল হোসেন জুম্মন, বায়েজিদ আহমেদ সাকিব, আবিদ সাফায়েত, আরিফুল রিফাত, প্রমূখ।
অনুষ্ঠানে হবিগঞ্জের কৃতি সন্তান আহমদুল কবির বারভূইঁয়া বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটিতে দক্ষতা বাড়াতে হবে। গেম কোডিং এ দক্ষতা অর্জন করে একজন শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি মাসে প্রচুর আয় করতে পারে। তিনি গত ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সফল ও ঝাঁকঝমকপূর্ন অনুষ্ঠানের প্রসংসা করেন এবং ভবিষ্যতে স্কুলের অগ্রগতিতে পাশে থাকার আশ্বাস দেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, আহমদুল কবির বারভূইঁয়া আমাদের তরুণ প্রজন্মের জন্য একজন অনুস্মরনীয় ও অনুকরনীয় ব্যক্তিত্ব। অতি অল্প সময়ে শ্রম, মেধা, দক্ষতা ও সততা দিয়ে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ তথা হবিগঞ্জের মুখ উজ্জ্বল করেছেন।
স্বাগত বক্তব্যে জি কে মওলা তার বক্তব্যে জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার গড়তে ও একজন সফল ব্যক্তি হতে আহমদুল কবির বারভূইঁয়ার সহায়তা চান।
জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ সহায়তা ও উদ্যোক্তা হিসেবে তথ্য প্রযুক্তি খাতে সফলতার জন্য আহমদুল কবির বারভূইঁয়াকে উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net