ঐতিহ্যবাহী জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজের নতুন প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শহীদুল আলম।
মোহাম্মদ শহীদুল আলম ১৬তম বিসিএস পরিক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে ইশ্বরদী সরকারি কলেজে দর্শন বিভাগের প্রভাষক হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে সুনামগঞ্জ সরকারী কলেজ, সিলেট এমসি কলেজ, সিলেট সরকারী কলেজ, জয়পুরহাট সরকারী কলেজ, সিলেট সরকারী আলীয়া মাদরাসার ও বিয়ানীবাজার সরকারী কলেজে অধ্যাপনা করেন।
তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের শ্রীধর পাশা গ্রামের বড়হাটির এক মুসলিম সম্রান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোহাম্মদ ইউনুস আলী ও মাতা সৈয়দা জয়গুন নেছা। তাদের ৫ ছেলে ২ মেয়ের তিনি পঞ্চমতম সন্তান। তাঁর দুই ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী ও এক ভাই, দুই বোন যুক্তরাজ্য প্রবাসী এবং এক ভাই ব্যবসায়ী। উল্লেখ্য, তার শ্বশুড় জগন্নাথপুরের কোবাজপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী চৌধুরী ফারুক কামাল ও তার স্ত্রীর বড়ভাই ব্যারিষ্টার চৌধুরী মুর্শেদ কামাল টিপু।
মোহাম্মদ শহীদুল আলম জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজের নতুন প্রিন্সিপালের দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net