প্রায় ৪ মাস পর দীর্ঘ সংস্করণের ক্রিকেট টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী রবিবার শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই দল। এই স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে যারপরনাই খুশি বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। একে স্বপ্নের মতো বলে উল্লেখ করলেন তিনি।
সিলেট টেস্টের আগে প্রস্তুতি খুব ভালো হয়েছে উল্লেখ করে সিমন্স বলেন, ‘প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিজ আমার মনে হয় স্বপ্নের মতো। আপনি যা চান, তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়। আমরা অনেক কাজ করতে পেরেছি এই অল্প সময়েই।’
সিমন্স বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মাস তিনেক হলো। কিছুদিন আগে নতুন চুক্তির পর জিম্বাবুয়ে সিরিজই সিমন্সের প্রথম পরীক্ষা। সিরিজে চাওয়া-পাওয়া প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমি হোয়াইটওয়াশের ব্যাপারে জানি না। একবারে একটি পদক্ষেপ নেওয়ার পক্ষে আমি। এখানে প্রথম টেস্ট হবে। এটি জিতলে আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব, সিরিজ জেতার কথা আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য আমাদের প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। এখনই চট্টগ্রাম নিয়ে ভাবতে পারব না। আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিতে হবে।’
সিলেটে উইকেট কেমন চান, এই প্রসঙ্গে সিমন্সের উত্তর, ‘‘আমরা টেস্ট দলটাকে যেদিকে নিয়ে যেতে চাই, ও রকম খেলতে চাই।… আমাদের পরিকল্পনা আছে, প্রপার উইকেট প্রস্তুত করার। আমরা একটা নির্দিষ্ট ওয়েতে খেলি, এ জন্য আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরির দরকার নেই। প্রপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব। স্পিন উইকেট বা পেস উইকেট তৈরির দরকার নেই। আমরা উইকেট দেখেছি আজ, উইকেট শক্ত, ভালো মনে হচ্ছে; আমাদের দেখতে হবে কাল সকালে কেমন হয়।’
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net