সময়মতো উপযুক্ত চিকিৎসা গ্রহন করলে হিমোফিলিয়া
রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের যৌথ উদ্যোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ২০২৫ বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন উপলক্ষে র্যালি ও আখালিয়া মাউন্ট এডোরা হসপিটালের হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানি মেডিকেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, প্রফেসর অব মেডিসিন ডা. মোহাম্মদ হেজবুল্লাহ (জীবন), ওসমানী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ এর সহকারী অধ্যাপক ডা. মো: নাজমুল ইসলাম, সিলেট এম এ জি সহকারী অধ্যাপক ডা.নবেন্দু চৌধুরী প্রমুখ।
র্যালি পরর্বতী আলোচনাসভায় বক্তারা বলেন সময়মতো উপযুক্ত চিকিৎসা গ্রহন করলে হিমোফিলিয়া রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে। বর্তমান বিশ্বে হিমোফিলিয়ার আধুনিক চিকিৎসা বিদ্যমান থাকলে ও তা অত্যন্ত ব্যয়বহুল। দেশের রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় শহরে অবস্থিত প্রধান সরকারি হাসপাতাল সমুহের হেমাটোলজি বিভাগের আউটডোর থেকে টিকেট কেটে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
আলোচনাসভায় ওসমানী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ এর সহকারী অধ্যাপক ডা. মো: নাজমুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আখালিয়া শাখার মাউন্ট এডোরা হসপিটালের ডিরেক্টর কার্ডিওলজিস্ট ডাক্তার আকতারুজ্জামান চৌধুরী, অর্থপেডিকস.সৈয়দ মাহমুদুল হাসান সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টার'র সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণত সম্পাদক মোঃ আতিক মিয়া, কোষাধ্যক্ষ আহমদ আল আরিফ সিফাত, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আলম সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনসুর আহমদ, আব্দুর রহিম, ডাঃ ইশতিয়াক আহমেদ খান, এমরান, কয়েছ, বেবি রানি পাল, মনমোহন তালুকদার, খাদিজাতুকুবরা, হাসান আহমদ, আব্দুল্লাহ, রিমা বেগম, মাহবুব আহমদ, মো ফারহান, মো: আলী হোসেন প্রমুখ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net