জাতীয় নাগরিক পার্টি (NCP) ২২ মার্চ ২০২৫ইং ইফতার মাহফিলে লিডিং ইউনিভার্সিটির একজন ছাত্রের উপর হামলার ঘটনায় মামলা হয়। সেই মামলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহবায়ক আকতার হোসেন তিন নং আসামী করা হয়। পরবর্তীতে গ্রেফতার হন। যার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার নির্বাহী কমিটি ও কনভেনর বডি সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা আহবায়ক আকতার হোসেনকে মামলার নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সাংগঠনিক কাজ হতে অব্যাহতি দেওয়া হলো। মামলা থেকে নির্দোষ প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহবায়ক হিসাবে পরিচয় বা সাংগঠনিক কার্যক্রম করা থেকে বিরত থাকবেন।
জেলার নির্বাহী কমিটি ও কনভেনর বডি সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে কাজ করবেন সালমান খুরশেদ (১নং যুগ্ম আহবায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা)।
১৬ এপ্রিল ২০২৫ইং তারিখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন জেলার নির্বাহী কমিটি ও কনভেনার বডি সিব্দান্ত মোতাবেক সিলেট জেলা ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে কাজ করবেন বর্তমান কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক সালমান আহমেদ খুরশেদ।সালমান আহমেদ খুরশেদ কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল আগকুপা গ্রামের বাসিন্দা। তিনি সিলেট ল' কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।সিলেটে গণঅভ্যুত্থানের একজন সক্রিয় আন্দোলনকারী হিসেবে খুব সবার নিকট পরিচিত তিনি।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net