জকিগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা গ্রহণ না করার অভিযোগ করেছেন ভুক্তভোগী পীরনগর গ্রামের ক্ষুদে ব্যবসায়ী আয়নুল হক। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আয়নুল হক বলেন, গত ৩ এপ্রিল দিবাগত রাতে আন্ত:জেলা ডাকাতদলের সদস্যরা তার দোকানের দরজা লোহার শাবল দিয়ে খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা গামছা ও রশি দিয়ে তাকে বেধে ফেলে। এরমধ্যে তিনি ডাকাতদলের পাবেল আহমদ, বাবুল আহমদ ও নাহিদ ইসলামকে চিনে ফেলেন। মুখোশ পরা থাকায় অন্যদের তিনি চিনতে পারেননি। এ সময় আয়নুল হক ধস্তাধস্তি করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তিনি গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে গেলে ডাকাত দলের সদস্যরা দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ ৫২ হাজার টাকা ও লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী এই ব্যবসায়ী জানান, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে আহত অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে সরেজমিন তদন্ত করে যায়।
সংবাদ সম্মেলনে আয়নুল হক অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে গ্রামে গঞ্জে দুষ্কৃতিকারী ও ডাকাতদলের উৎপাত বেড়েছে। এরই ধারাবাহিকতায় তিনিও আন্ত:জেলা ডাকাতদলের হাতে লুটপাট ও হামলার শিকার হয়েছেন। এতে তিনি মারাত্মক শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে জকিগঞ্জ থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। ঘটনার সাথে জড়িত কেউ আটক না হওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও অভিযোগ করেন, ডাকাতির ঘটনায় জড়িতদের সাথে জকিগঞ্জ থানায় কর্মরত এস আই সুমনের যোগসাজশ রয়েছে। এমনকি অভিযুক্ত পাবেলের বাড়িতে এস আই সুমনের আসা-যাওয়াও রয়েছে। তিনি বিষয়টি মৌখিকভাবে একাধিকবার জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করলেও ওসি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ক্ষুদ্র ব্যবসায়ী আয়নুল হক দোকানের মালামাল লুট ও হামলার ঘটনার বিচার নিশ্চিতে অবিলম্বে মামলা গ্রহণ ও ডাকাতির সাথে জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net