দেশ-বিদেশের সবাইকেশুভেচ্ছা, শুভ নববর্ষ : খন্দকার মুক্তাদির

বাংলা নববর্ষ উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ ১৪৩২, বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন। বাংলা নববর্ষ, বাংলাদেশিদের হৃদয়ে তার প্রকাশ অনন্য ভিন্নরূপ। আমি এই উৎসবমুখর দিনে দেশ-বিদেশের সব বাংলাদেশিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

নববর্ষের প্রথম দিনে আমি সবার কল্যাণ ও শান্তি কামনা করছি। বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে মুছে যাক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি। চারদিকে প্রবাহিত হোক শান্তির সুবাতাস। ১৪৩২ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম দিনে আমি সিলেটসহ দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ।

শেয়ার করুন