
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন,আজ সমগ্র বিশ্ব নিয়ন্ত্রণ করছে অনলাইন গণমাধ্যম।খবরের জন্য এখন মানুষ আর বসে থাকে না। অনলাইন মিডিয়া দ্রুত জনগণের কাছে সংবাদ পোঁছে দিচ্ছে। তিনি বলেন, আমাদের জীবনে আনন্দ বেদনা থাকবে সেটাই জীবন।সাংবাদিকদের যে গুণাবলী রয়েছে সেটা বাস্তবে কাজে লাগাতে পারলে দুনিয়া ও আখেরাতে কাজে পুরস্কৃত হবে। তিনি বলেন, অনলাইন গণমাধ্যম বাংলাদেশের সেরা গণমাধ্যম।এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে অনলাইন সংবাদ মাধ্যম। এ প্লাটফর্মের সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকার ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফলতা পেয়েছে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অন্যায় অবিচারের বিরুদ্ধে লিখতে হবে। বিগত ১৫ বছরে সাংবাদিকদের মুখ বন্ধ ছিলো এখন সময় এসেছে সকল প্রতিবন্ধকতা দুর করে লিখতে হবে।
শনিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জুলাই আগেস্টে যাদের ভুমিকা অনন্য ছিলো তাদের মধ্যে সবচেয়ে বেশী ভূমিকা ছিল অনলাইন গনমাধ্যমের। তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে, সবসময় সত্য প্রকাশ করতে হবে। সত্যপ্রকাশে দুনিয়াতে না পেলেও আখেরাতে শান্তি পাওয়া যাবে। তিনি আরো বলেন, সময় এসেছে নতুন বাংলাদেশ নির্মাণের। সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে হলে সাংবাদিক বন্ধুগণের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।দেশ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদের সভাপতিত্বে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ বলেন, ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। যুদ্ধের ময়দানেও মুসলমানেরা ঈদ উদযাপন করে থাকে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিভেদ ও বৈষম্যের অবসান ঘটিয়ে ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি মজলুম গাজাবাসীর প্রতি সহমর্মিতা ও সংহতি জানিয়ে ফিলিস্তনীদের উপর ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, দপ্তর ও পাঠাগার সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সস্কৃতি বিষয়ক সম্পাদক মো. কামাল আহমদ, কার্যকরি পরিষদ সদস্য মো. আব্দুল হাছিব, সাধারণ সদস্য সাদিকুর রহমান চৌধুরী, এম.এ ওয়াহিদ চৌধুরী, তারেক আহমদ খান, দেলোয়ার হোসেন মান্না, সৈয়দ রাসেল আহমদ, মোহাম্মদ নুরুল ইসলাম, শিপন চন্দ জয়, আহমেদ পাবেল, মোঃ জাকির আহমদ, মোঃ সুহেল মিয়া, সহযোগী সদস্য নাহিদ আহমদ, সাংবাদিক মাহফুজ কাওছার সাদি প্রমূখ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবদুল কাদির জীবন।