গাজায় ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে উত্তাল সিলেট


সিলেট এক্সপ্রেস ডেস্কধ গাজার আকাশে বাতাসে যখন আগুন আর লাশের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক সে সময় বাংলাদেশের প্রতিটি জেলায় রাস্তায় প্রতিবাদে মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে গর্জে ওঠছে মানুষজন। ফিলিস্তিনদের রক্ত যেনো বৃথা যেতে দেবে না। প্রতিবাদের জেগে ওঠার আহবান জানায় আন্দোলন মিছিলকারিরা।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে সিলেটে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিলেট। বিভিন্ন ইসলামিক সংগঠনের পাশাপাশি, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও প্রতিষ্ঠানের বিক্ষোভ মিছিলে বের করে।

এসব মিছিল থেকে গণহত্যার প্রতিবাদের পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানানো হচ্ছে। ধর্মঘটের সমর্থনে সিলেটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষাও বন্ধ রয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। একই সাথে সেখানে মানববন্ধন করে বিভিন্ন মোবাইল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

শেয়ার করুন