
সিলেটে মোবাইল ব্যাবহার করতে না দেয়ায় লাবিবা তানহা (১৩) নামের এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
রোববার (৬ এপ্রিল) সকালে শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীত গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে তার লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, শনিবার (৫ এপ্রিল) ওই কিশোরীর হাত থেকে মোবাইল ফোন নিয়ে নিয়ে যান তার মা। এসময় তিনি কিছুক্ষণ তাকে বাথরুমে আটকে দরজা বন্ধ করে রাখেন। পরে তার বোন দরজা খুলে দেয়। এই ঘটনার পর আজ সকালে ওই বাসার একটি লোহার পাইপের সঙ্গে টেলিফোনের তারের মাধ্যমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।