বিএনপি’তে ঐক্যে চান বিচারপতি রুমি।

 

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে ঃ

আপনারা বিএনপি’তে বিভাজন করবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। আগামী সংসদ নির্বাচনে  কেন্দ্র যাকে মনোনয়ন দেবে তার সাথেই কাজ করার মানসিকতায় দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। অচিরেই আমাদের কষ্টের অবসান হবে। এ অবসানে আমাদের প্রয়োজন সুষ্ট রাজনৈতিক নেতৃত্ব।

 আপনারা অবশ্যই জানেন, বিএনপি কারো ব্যক্তিগত নয়, একটি সুবিশাল ও সুশৃংখল রাজনৈতিক দল। ৫আগস্টের পরিবর্তনের পরে এই জাতিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। জাতিকে রক্ষায় বিএনপিকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। 

বিশেষ করে বিএনপি নেতৃবৃন্ধকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। আমি আপনাদের সবাইকে সবিনয় নিবেদন করছি, আপনার বিএনপিকে বিভাজন করবেন না। বিএনপি বিভাজন হওয়া মানেই জাতির ক্ষতি।
২৫মার্চ মঙ্গলবার সুনামগঞ্জের শাল্লায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে “বিএনপির চেয়ারপার্সন ও সাবেক
প্রধানমন্ত্রি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা এবং ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে” অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরের কথা গুলো বলেন সাবেক সাংসদ ও সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রশিদ আহমেদ চৌধুরী বাচ্চু,  শাল্লা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই

দিরাই উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সুজাত আহমেদ চৌধুরী, দিরাই পৌর বিএনপি’র সদস্য মোঃ সেলিম চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার মাহদীন চৌধুরী।

শাল্লা উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী’র সভাপতিত্বে ও শাল্লা উপজেলা যুবদল নেতা মোঃ এরশাদ মিয়ার সঞ্চালনায়  আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল মঞ্চে ডাঃ আব্দুল করিম, কবির মিয়া চৌধুরী, নূরুল হক সর্দার, আশিকুর রহমান আশিক, মোঃ একরামুল হোসেন, আবু সায়েম, সবুজ হোসেন বাবু, হাবিবুর রহমান হাবুল, লুৎফুর রহমান তালুকদার, বাদল চন্দ্র দাস,  সোহেল মিয়া, আবু সাঈদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন, এছাড়া আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপি’র তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয়  লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন