
কোরআন শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে
রমজান মাস কোরআন নাজিলের মাস এ মাসে বিশুদ্ধ কুরআন শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। চেতনা যুব পরিষদের সহিশুদ্ধ কুরআন শিক্ষার ধারা অব্যাহত রাখতে হবে। তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম যিনি নিজে কুরআন শিখে ও অন্যকে শিক্ষা দেন’ এই বাণী ধারণা করে যারা পবিত্র কুরআন প্রশিক্ষণে সময় দিয়েছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করবেন।
বুধবার ২৬ মার্চ বিকেলে উম্মুল কুরা একাডেমিতে চেতনা যুব পরিষদের উদ্যেগে মাসব্যাপী কোরআন শিক্ষার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদুর রহমান একথা বলেন।
অনুষ্ঠানে চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এইচ এম কাওসার আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চেতনা যুব পরিষদের উপদেষ্টা ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সাংবাদিক কলামিস্ট গোলাম সারওয়ার, বিএনপি’র বিমান বন্দর থানার সদস্য সচিব সৈয়দ সারওয়ার রেজা, এস আই আজাদ আলী, উপদেষ্টা আব্দুল করিম, মো: মিজানুর রহমান, সহ-সভাপতি আব্দুল হাসিব, আব্দুস সোবহান আজাদ, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আমিন উদ্দিন, মো: উমর উদ্দিন, হাফিজ ক্বারী আহনাফ আতিফ, হাফিজ মোয়াজ আহসান, আমির উদ্দিন পাভেল, উম্মুল কুরা একাডেমির প্রিন্সিপাল আব্দুল্লাহ আল উমামা,শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৈয়দ হাফিজ হুমাম মুহসীন, ক্বারী আলাউর রহমান, হাফিজ মাহমুদ রহমান, ক্বারী মাহবুবুল হক, ক্বারী শামছুল ইসলাম, হাফিজ জিয়াউর রহমান, ক্বারী বারিরাহ, ক্বারী ইমাম উদ্দীন, হুম্মাম মহসিন অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন নাদিম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, প্রায় শতাধিক ছাত্র ছাত্রীদের কে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করা হয়। এবং অনুষ্ঠান শেষে ইফতারের আয়োজন করা হয়।