দানবীর ড. সৈয়দ রাগীব আলীর হাতে চব্বিশের ঢাকার ডায়েরি

দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি, লিডিং ইউনিভার্সিটি ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, মালনীছড়া চা বাগানের সত্বাধিকারী দানবীর ড. সৈয়দ রাগীব আলীর হাতে গতকাল রাতে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ তুলে দেই। এসময় লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: তাজ উদ্দিন, দৈনিক সিলেটের ডাক এর সম্পাদক মোঃ আব্দুল হাই, অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর সাবেক সিনিয়র সাব এডিটর মাহবুব রহমান, ছহিফাগঞ্জ এস,ডি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুর রউফ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দানবীর রাগীব আলী চব্বিশের ঢাকার ডায়েরি গ্রহণ করে একনজরে দেখে বইয়ের ভূয়সি প্রশংসা করেন। তিনি নব্বইয়ের দশকে মোহামেডান ফ‌্যান ক্লাব আম্বরখানা কলোনির আয়োজনে জেট মোহামেডান মিনি ম্যারাথন প্রতিযোগিতার কথা স্মরণ করেন। উল্লেখ্য প্রতি বছর এ প্রতিযোগিতায় তাঁর সহধর্মিণী বেগম রাবেয়া খাতুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন।

শেয়ার করুন