
আপনার সামর্থ্য অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরে
অসহায় মানুষের পাশে দাঁড়ান
রমজান মাস শেষে আল্লাহ মুসলমানদের খুশির জন্য ’ঈদুল ফিতর দিয়েছেন সেই ঈদ উদযাপনকালে কাছের মানুষ এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই মধুশহীদ যুব ফোরাম প্রতিবারের মতো এবার ও ঈদ উপহার বিতরণ করছে। তাই সমাজের বিত্তবান মানুষের প্রতি অনুরোধ, আপনার সামর্থ্য অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরে অসহায় মানুষের পাশে দাঁড়ান। ঈদ হোক আনন্দ ও সহমর্মিতার। মানুষ মানুষের জন্য এই কথাটা জীবিত থাকুক বছরের পর বছর।
২৫ মার্চ মঙ্গলবার রাতে নগরীর মধুশহীদ এলাকায় মধুশহীদ যুব ফোরাম এর উদ্যোগে সমাজের দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।
বিতরণী অনুষ্ঠানে মধুশহীদ যুব ফোরামের সভাপতি মো: পিংকু আব্দুর রহমান এর সভাপতিত্বে ও মধুশহীদ যুব ফোরাম যুগ্ম সম্পাদক জাকারিয়া আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুকন জামে মসজিদ সেক্রেটারী মো: আলাউদ্দিন বাদশা,রুকন জামে মসজিদ মোতওয়ালী হাবিবুর রহমান সবু, ফোরামের উপদেষ্টা হৃদরোগ বিশেষজ্ঞ ডা: সাকির আহমেদ সাহিন,আনোয়ার হোসেন খোকন, মধুশহীদ যুব ফোরেমর সহ সভাপতি মো: লিয়াকত হোসেন, আজমল হোসেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা সম্পাদক মো; হাসানুজ্জামান রাসেল,অর্থ সম্পাদক রুমন আহমদ, সাহিত্য সম্পাদক কাওছার ইমরান, ধর্ম বিষয়ক সম্পাদক শামিম আহমদ, সহ সমাজ সেবা সম্পাদক মকবুল হোসেন, কার্যকরি সদস্য,হানিফ চৌধুরী, মামুন খান, সাহিদ আহমদ, ইমরান বক্স,সুমন আলম, রাহাত আহমদ আহমেদ সুমন, রফিক আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ সাফওয়ান আহমদ এবং দোয়া পরিচালনা করেন রুকন জামে মসজিদ এর মুয়াজ্জিন হাফিজ জাকারিয়া আহমদ প্রমুখ। আলোচনা শেষে দোযার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য: প্রতিবারের ন্যায় এবার ও প্রায় শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।