
নিজেদের অধিকার আদায়ে লড়াই করতে হবে:
শাল্লায় এনসিপি’র ইফতার মাহফিলে অনিক রায়।।
হাবিবুর রহমান হাবিব,শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
শাল্লায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য জাতীয় নাগরিক পার্টি (NCP) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলছেন বর্তমান আধুনিক বিজ্ঞানের কারণে পৃথিবী কত দুর এগিয়ে গেছে, কিন্তু আমাদের হাওরের কোন রাস্তা এখনো আমারা পাইনি, আজকে আমাদের শাল্লার মানুষদের কে নিজেদের জীবন মান উন্নয়নের জন্য একসাথে দাঁড়াতে হবে। আমাদের রাস্তা ঘাটের অবস্থা খারাপ, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
অনেক নেতা এসেছেন কিন্তু আমাদের ভাগ্য এ উল্লেখ যোগ্য কোন পরিবর্তন হয়নাই। দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর এই ৫৩ বছরেও আমরা শাল্লার মানুষরা সরাসরি দিরাই এর সাথে এখনো সরাসরি রাস্তা পাই নাই। এই যে আমাদের কে বারবার পিছনে রাখা হয়েছে, দূরে রাখা হয়েছে, আমাদের কে প্রত্যান্ত অঞ্চল করে বানিয়ে রাখা হয়েছে, যদি লক্ষ্য করেন এই উপজেলায় কি নেই আমাদের এখানে হাওর আছে, আমাদের জমি আছে, ফসল হয়, মাছ হয়, সব’ই কিন্তু উন্নয়নের বেলা আমাদের উন্নয়ন হয় না।
শিক্ষা, স্বাস্থ্য নানাবিধ দিক থেকে এখনও হাওরের প্রত্যান্ত অঞ্চলের মানুষ গুলো অনেক পিছিয়ে আছে।
আমাদের হাওরের মানুষদের নিজদের অধিকার আদায়ে লড়াই করতে হবে।
জাতীয় নাগরিক পার্টি শাল্লা শাখার আয়োজনে, শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে ২৩ মার্চ রবিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর নেতা মাওলানা মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও মোঃ রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরী। ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা নাগরিক পার্টির নেতা এন.ডি উছমান গনি ।
ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টি NCP এর স্থানীয় নেতা-কর্মী সহ এলাকার প্রমূখ লোকজন উপস্থিত ছিলেন।