
বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পাওয়া মোস্তফা আজাদ কামাল, আবু হাসান মোঃ এমরান ও একেএম আমিরুল আলম এর সম্মানে বাংলাদেশ ব্যাংক হলুদ দল আজ ১৯ মার্চ এক সম্বর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান আয়োজন করে হলুদ দলের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে ও হলুদ দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা কোঅপারেটিভ এর সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলুদ দলের সেক্রেটারি জেনারেল ঢাকা কোঅপারেটিভ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, হলুদ দলের কেন্দ্রীয় নেতা মোঃ জাবেদ আহমদ, ঢাকা কোঅপারেটিভ এর সহ সম্পাদক আসাদুজ্জামান খান তানিন, আজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে হলুদ দলের কেন্দ্রীয় নেতা মোঃ ইকবাল হাসান, বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক, ঢাকা কোঅপারেটিভ এর ভাইস-চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম, যুগ্ম পরিচালক মোঃ জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা পদোন্নতিপ্রাপ্ত পরিচালকদের অভিনন্দন ও সফলতা কামনা করেন।
সম্বর্ধিত অতিথিরা তাঁদেরকে সম্মাননা প্রদান করায় হলুদ দলের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া পরিচালকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।