
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম পরিচালক (সিআইপিসি) মোহাম্মদ আলী আকতার আজ (১৬ মার্চ ২০২৫) অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আলী আকতার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংক, সদরঘাট অফিসে যোগদান করেন। পরবর্তীতে সিলেট অফিসে বদলীপ্রাপ্ত হয়ে অদ্যাবধি বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা/বিভাগে কাজ করেন। তিনি অফিসিয়াল প্রশিক্ষণ ও ব্যক্তিগত সফরে তিনি ভারত ও সৌদিআরব গমন করেন। বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট; ব্যাংকার্স ক্লাব, সিলেট; কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট, শাহজালাল উপশহর, সিলেট, প্রাত ভ্রমণ ক্লাব, সিলেট, তাহিরপুর ও সুনামগঞ্জ সমিতি, সিলেট এর জীবন সদস্য এবং আশক আলী ফিটনেস ক্লাব, সিলেট এর সাধারণ সম্পাদক, বর্ণমালা সোসাইটি সিলেট এর সাংগঠনিক সম্পাদক ও সাইক্লোন কেন্দ্রীয় সংসদ সিলেট এর অর্থ সম্পাদক।
এছাড়া, বাংলাদেশ ব্যাংক ঢাকা কোঅপারেটিভ সিলেট এর সাব-কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জ জেলার, তাহিরপুর উপজেলার পাতাড়ী গ্রামে তার পৈত্রিক নিবাস। তাঁর স্ত্রী মোছা. মাহমুদা বেগম সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।