লন্ডন প্রবাসী সৈয়দ আতাউর রহমানের ত্রাণ বিতরণ


সাবেক কাউন্সিলর প্রার্থী সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “রমজান মাসে রোজা রেখে অসহায় শ্রমজীবী মানুষের জন্য কাজ করা অত্যন্ত কঠিন একটি বিষয়। এই বিশেষ মাসে যখন সবাই নিজেকে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধির মধ্যে নিয়ে আসে, তখন আমাদের উচিত প্রতিবেশীদের সাহায্য করা। গরীব ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং তাদের পাশে দাঁড়ানো, যেহেতু তারা এই সময়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। রোজা রাখা অবস্থায় তাদের জন্য পর্যাপ্ত খাদ্য এবং জীবনযাত্রার উপকরণ জোগানো অনেক সময়ই কঠিন হয়ে পড়ে।”

লন্ডন প্রবাসী আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে বাগবাড়ি এলাকায় দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি একথা বলেন। শনিবার (১৫ মার্চ) দুপুরে প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, “এই রমজান মাসে যদি বিত্তবান প্রবাসী, যারা সচ্ছল, তারা যদি এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন তাহলে পুরো সমাজে মানবতার জয়গান হবে। আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের মতো মানুষরা যে উদারতা প্রদর্শন করছেন, তা সত্যিই প্রশংসনীয়। এভাবে সাহায্য করলে সমাজে শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং সকলের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি হবে।”
এ সময় তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান, যাতে তারা নিজেদের জায়গা থেকে যে যা পারেন, তা দিয়ে এই মহৎ উদ্যোগে যনো অংশ নেন এবং নিজেদের পাশের মানুষগুলোর প্রতি সহানুভূতি প্রদর্শন করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্রসামগ্রি ছিল। অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগী পরিবারগুলোর সদস্যরা আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান ধন্যবাদ জানায়ে বলেন, “এই ধরনের ত্রাণ সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রমজান মাসে রোজা রেখে কাজ করা অনেক কঠিন হয়ে পড়ে এই সময় এমন সহযোগিতা আমাদের অনেক বড় উপকারে আসে।”
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুর রফিল ও সৈয়দ সা’দ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন