
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) বিকাল ২. ৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ১১ম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আছিয়ার নির্মম ঘটনায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় বাংলাদেশে ক্রমবর্তমান বিভিন্ন নৈরাজ্য ও ধর্ষণ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। কতিপয় দুস্কৃতিকারীরা দেশের ভাবমূর্তি নষ্ট করা জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ২০২৪ এর ৫ আগষ্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত। এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চিহ্নিত অপরাধীরা ধর্ষণ সহ বিভিন্ন অপকর্ম নিয়ামত সংঘটিত করে যাচ্ছে। সভা থেকে দেশের ভাবমূতি নষ্টকারী ধর্ষকসহ সকল চিহ্নিত অপধারীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়। বিশেষকরে শিশু আছিয়ার খুনিদের বিচারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ফাঁসি দেওয়ার জোর দাবি জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ১১তম সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহ্উদ্দিন সাকের, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সচেতন যুবসমাজের পক্ষ থেকে মোঃ নুর হোসেন, মোঃ তাজ উদ্দিন, তরুণ রায়, মোঃ সাগর আহমদ, মোঃ ফয়েজ আহমদ, মোঃ সুহেল মিয়া ও কালিপদ সূত্রধর।