সিলেটে কমপ্লিট শাটডাউনে ইন্টার্ন চিকিৎসকরা

৫ দফা দাবি আদায়ে আজ মঙ্গলবার থেকে কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের বিক্ষোভকারী চিকিৎসকরা।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন। এই কর্মসূচির আওতায় একাডেমিক শাটডাউন বহাল থাকবে এবং শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার, একাডেমিক, প্রশাসনিক হেড (প্রিন্সিপাল ডিরেক্টর) সহ বিক্ষোভে অংশ নেবেন।

ইন্টার্ণ, মিডলেভেল চিকিৎসক (সিএ, রেজিস্ট্রার, বেসরকারি এফসিপিএস ট্রেইনি, রেসিডেন্ট, নন রেসিডেন্ট প্রমুখ) ‍চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের সকল চিকিৎসক (প্রফেসর পর্যন্ত) কর্মবিরতিতে যাবেন এবং আউটডোর চিকিৎসা সেবা বন্ধ থাকবে। এছাড়াও সকল চিকিৎসকদের প্রাইভেট চেম্বারও বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়েছে বিশেষ ঘোষণায়।

জাতীয় স্টিয়ারিং কমিটির কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে এই আহ্বান জানায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকবৃন্দ।

পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত বলবৎ থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এছাড়া দলমত নির্বিশেষে মেডিক্যাল শিক্ষার্থী এবং চিকিৎসক সমাজ একযোগে ‘ঢাকা চল’ মহাসমাবেশে যোগদান করবেন। 

শেয়ার করুন