অবিলম্বে ঘরে ঘরে গ্যাস সংযোগসহ দশ দফা দাবি পেশ করেছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর এই অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, যুগের পর যুগ থেকে বৃহত্তর জৈন্তা বৈষম্য ও বঞ্চনার শিকার। ওই এলাকার প্রাকৃতিক সম্পদ সারা দেশের উন্নয়নে কাজে লাগালেও বৃহত্তর জৈন্তিয়ার কাক্সিক্ষত উন্নয়ন হয়নি।
সোমবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দশ দাবি তুলে ধরেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ, সিলেট এর আহবায়ক এডভোকেট মো. আব্দুল আহাদ।
দশ দফা দাবির মধ্যে রয়েছে বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান। বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি গ্রামকে আইটি ও পাকা সড়ক নেটওয়ার্কের অন্তর্ভূক্ত করাসহ সিলেট শহর থেকে টিলাগড় ও বাঘা হয়ে কানাইঘাট বোরহান উদ্দিন সড়ক, সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়কসহ সকল সড়ক সংস্কার ও সম্প্রসারণ করা এবং ঢাকা সিলেট তামাবিল ৬ লেন মহাসড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন। বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন কমিশন গঠন এবং বৃহত্তর জৈন্তিয়ার খনিজ সম্পদসহ বিভিন্ন উৎস থেকে সরকারের আহরিত সম্পদের ১০% থেকে ১৫% বৃহত্তর জৈন্তাবাসীর উন্নয়নে ব্যয় করার জন্য বরাদ্ধ ঘোষণা করা। পরিবেশ ও জন বান্ধবকে সামনে রেখে অবিলম্বে জৈন্তিয়ার সকল পাথর-বালু কোয়ারী খুলে দেয়া এবং বৃহত্তর জৈন্তিয়ার সকল হাওর, বিল, জলাশয়গুলোর বিষয়ে মহাল শামিল জলকর আইন আধুনিকায়ন ও বাস্তবায়ন করা। বৃহত্তর জৈন্তাকে ‘পর্যটন এলাকা’এবং ‘ইকোনোমিক জোন ঘোষণা করে প্রয়োজনীয় শিল্প কারখানা এবং পর্যটন উপযোগী পরিবহণ ও অবকাঠামো নির্মাণ। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা। বৃহত্তর জৈন্তার কেন্দ্রস্থল সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন দরবস্ত সারীঘাট অঞ্চলে ৩০০ শর্য্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণসহ একটি মেডিকেল কলেজ স্থাপন এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গড়ে তোলা জাফলং ভ্যালি বোডিং স্কুল এর বেআইনী লীজ বাতিল করে এই ভূমিতে ‘জৈন্তা বিশ্ববিদ্যাল’ নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। নেতৃবৃন্দ, অবিলম্বে দশ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, রাজনীতিবিদ আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, এলজিডি সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমদ, পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রভাষক মহিউদ্দিন জাকারিয়া,মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, পরিষদের সদস্য সচিব গোলজার আহমদ হেলাল, যুগ্ম আহবায়ক আবুল মনসুর সাজু চৌধুরী, এম এ হান্নান, এম এ রহিম, ফয়েজ আহমদ, ডা. মোন্তাজিম আলী, আসাদুল আলম চৌধুরী, এ কে এম ওলিউল্লাহ, ডা. ময়নূল হক, যুগ্ম সদস্য সচিব মাওলানা কামাল আহমদ, অর্থ সচিব আব্দুর রহমান আল মিছবাহ, প্রচার সম্পাদক মিছবাহুল ইসলাম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কবির আহমদ, মো. রহমত আলী, শমসের আলম, মোশারফ হোসেন প্রমুখ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net