
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পরিচালক (প্রশাসন) খালেদ আহমদ আজ (৩ মার্চ ২০২৫) নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট -১ এর ৩ মার্চ ২০২৫ এর কর্মচারী নির্দেশ নম্বর ১১৪/২০২৫ এর মাধ্যমে তাঁকেসহ ৪জনকে পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদ নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়। একই আদেশে খালেদ আহমদ কে সিলেট অফিসের প্রধান হিসেবে ও অপর তিনজনকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়। খালেদ আহমদ ১৯৯৩ সালে সরাসরি অফিসার পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক সিলেট, ময়মনসিংহ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা বিভাগে কাজ করেন। অফিসিয়াল প্রশিক্ষণ ও ব্যক্তিগত সফরে তিনি শ্রীলঙ্কা, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর গমণ করেন। বাংলাদেশ ব্যাংক ক্লাব, ব্যাংকার্স ক্লাব, সিলেট এর তিনি আজীবন সদস্য। এছাড়া তিনি রোটারী ক্লাব, এসএসসি চুরাশিয়ান সিলেট, সাইক্লোন, সিলেট, আশক আলী ফিটনেস ক্লাব সিলেট এর সাথে সম্পৃক্ত রয়েছেন। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ রাম্পা গ্রামে তাঁর পৈত্রিক নিবাস। তিনি স্ত্রী, ২ কন্যা ও ২ পুত্রের জনক।