
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে সামাজিক অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষার্থীরা দেশ ও জাতির স্বপ্নপূরণে অগ্রণী ভূমিকা রাখবে
…উপ-পুলিশ কমিশনার মোঃ সজীব খান
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান বলেছেন, শিক্ষার্থীরা দেশ ও জাতির স্বপ্নপূরণে অগ্রণী ভ‚মিকা রাখবে। পুলিশ সমাজের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। তোমরা নির্ভয়ে নিরাপদে কলেজে আসা-যাওয়া করো। যেকোনো প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সহযোগিতায় সর্বদা প্রস্তুত রয়েছে। শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করবে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।
সিলেটের দক্ষিণ সুরমাস্থ লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে মাদক, জুয়া, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সকালে কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ মোঃ আমিরুল আলম খান’র সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসএমপি’র অন্তর্গত মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ইন্সপেক্টর তদন্ত কাজী তোবারক হোসেন, শিক্ষকদের মধ্যে ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরী, শারমিন সুলতানা, তপতী রায়, রুম্মান উদ্দীন, সোহাগ মিলন, লিটন চন্দ্র শর্মা প্রমুখ।
ক্যাপশন:
সিলেটের দক্ষিণ সুরমাস্থ লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে মাদক, জুয়া, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান