যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটি থেকে সফলতার সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করলেন সিলেটের মেয়ে সাদিয়া আক্তার। তিনি আলস্টার ইউনিভার্সিটির লন্ডন ক্যাম্পাস থেকে এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস কোর্স-এ গ্রাজুয়েশন সম্পন্ন করেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) লন্ডনের ‘দ্যা ল সোসাইটি’ হলে আড়ম্বরপূর্ণ এক সমাবর্তনে ইউনিভার্সিটির ভাইস চ্যন্সেলর প্রফেসর পল বারথলোমিউ সাদিয়া আক্তারের হাতে গ্রাজুয়েশন সনদপত্র তুলে দেন।
সাদিয়া আক্তার এর আগে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি ও অর্নাস সম্পন্ন করেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বলদী গ্রামের বাসিন্দা ও অনলাইন টুডেসিলেটটুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক আক্তার হোসেন সায়মনের সহর্ধমিনী।
তিনি জানান, কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আমি আমার স্বামী, মা-বাবা, শ্বশুর-শাশুড়ীর কাছে কৃতজ্ঞ। তাদের সহযোগিতা না পেলে যুক্তরাজ্যের মতো দেশে গ্রাজুয়েশন সম্পন্ন করা অনেক কঠিন হতো। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলের নিকট দোয়া কামনা করি। বিজ্ঞপ্তি
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net