সিলেট প্রেসক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৭ম দিনের খেলা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার আয়োজিত ক্যারম দ্বৈত খেলায় যৌথ চ্যাম্পিয়ন হয়েছেন আনিস রহমান ও শেখ আব্দুল মজিদ, যৌথ রানার্সআপ ও শাহ মো. কয়েস ও গোলজার আহমদ।
খেলায় অংশগ্রহণ করেন, এম এ মতিন, ফয়সাল আলম, নাজমুল কবির পাভেল, নুর আহমদ। আগামী বুধবার (০৫ ফেব্রুয়ারী) অকশব্রিজ খেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net