বাংলাদেশের সকল অনুষ্ঠানে বাংলা সংস্কৃতিকে লালন করা প্রয়োজন

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী তারিখে দাখিলের দাবী

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা ৫.৪৫ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। সভায় শুধুমাত্র ফেব্রুয়ারী মাসে বাংলা সংস্কৃতির চর্চা না করে বছরের ৩৬৫ দিন বাংলা সংস্কৃতিকে লালন করা প্রয়োজন বলে মনে করেন উপস্থিত নেতৃবৃন্দ। সভায় ছাত্রজনতার জুলাই গণঅভ্যুত্থানের স্বাধীন বাংলাদেশে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যৈষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছানোর জন্য বিস্ময় প্রকাশ করা হয়। আগামী ২ মার্চ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে সুষ্ঠু বিচারের মাধ্যমে খুনীদের উপযুক্ত সাজার দাবী জানানো হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারী রাষ্ট্রভাষা বাংলার দাবীতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালী জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালীর স্বাধীকার আন্দোলন। একাত্তরের নয় মাস পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পৃথিবীর একমাত্র জাতি বাঙালী, যারা ভাষার জন্য জীবন দিয়েছিল। সেই দেশে সার্বজনীন সকল অনুষ্ঠানে বাংলার সংস্কৃতি সর্বক্ষেত্রে ব্যবহার করা এবং সবধরনের বিজাতীয় সংস্কৃতিকে উপেক্ষা করে নিজস্ব সংস্কৃতিতে সর্বত্র ছড়িয়ে দেওয়া খুবই প্রয়োজন। বক্তারা আরো বলেন, ২০১২ সালে ১১ ফেব্রুয়ারী সাগর-রুনি হত্যার পর আজ পর্যন্ত প্রায় ১১৫ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছানো হয়েছে। আর যেন কোনোভাবেই তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছানো না হয়, সেই ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় সাপ্তাহিক ৫ম সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে কালিপদ সূত্রধর, দিলীপ আচার্য্য, তরুন রায়, মোঃ মকসুদুল হাসান ও মোঃ বেলাল হোসেন তুহেল।

উল্লেখ্য, উপস্থিত নেতৃবৃন্দদের মতামতের পরিপ্রেক্ষিতে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে আগামী ০৮ ফেব্রুয়ারী শনিবার “আনন্দ ভ্রমন ২০২৫” এর তারিখ নির্ধারণ করা হয়।

শেয়ার করুন