রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারে উদ্যোগে গোলাপ
প্রি প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর সার্বিক সহযোগিতায় সিলেট নগরীর খাসদবির বাশবাড়ী এলাকার গোলাপ প্রি প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রূপনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সি এম সির সহ সভাপতি আব্দুল মোমিন পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব খাসদবি ইউকে এর চেয়ারম্যান স্কটল্যান্ড নাগরিক মাইকেল জন শেরীফ।
বিশেষ অতিথি সিলেট যুব একাডেমির পরিচালক রোটারিয়ান সাবিহা সুলতানা, প্রজেক্ট মনিটরিং অফিসার সামছুল ইসলাম, রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সেক্রেটারি রোটারিয়ান মোঃ আজাদ উদ্দিন, সিপি রোটারিয়ান আব্দুস সালাম, পিপি রোটারিয়ান রাহিম ইসলাম মিছলু, পিপি রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, পিপি রোটারিয়ান এনামুল কবির, আই পিপি মোঃ মকসুদুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন শাপলা প্রাক—প্রাথমিক শিক্ষা কেন্দ্রের সভাপতি সালিকুর রহমান, সহ সভাপতি মাসুম চৌধুরী, গোলাপ প্রাক—প্রাথমিক শিক্ষা কেন্দ্রের সভাপতি শামীম আহমেদ, মিজান আহমেদ, সি এম সি সদস্য ইমান আলী, সংগীত শিল্পী সবিতা রানী, টিচার ইনচার্জ, সহকারী শিক্ষিকা সামিয়া বেগম প্রমুখ।