সিলেট প্রেসক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩য় দিনের খেলা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার আয়োজিত সাপলুড খেলায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন নাজমুল কবীর পাভেল ও খালেদ আহমদ এবং যৌথ রানারআপ কবির আহমদ ও গোলজার আহমেদ। খেলায় অংশগ্রহণ করেন ইকরামুল কবির, এম এ মতিন, শাহ মো. কয়েছ আহমদ, মো. আমিরুল ইসলাম চৌধুরী (এহিয়া), আনাস হাবিব কলিন্স, মঞ্জুর আহমদ, শেখ আব্দুল মজিদ, শ্যামানন্দ দাশ, মো. দুলাল হোসেন, এম রহমান ফারুক, খাদিজা বুশরা নুর, শাকিলা আক্তার ববি, হুমায়ুন কবির লিটন। রোববারের লুডু খেলা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শিডিউলের শেষ দিন লুডু খেলা অনু্িষ্ঠত হবে। আগামী সোমবার (২৭ জানুয়ারি) ক্যারম একক খেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net