গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার আয়োজনে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৪ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকাদক্ষিণ সামি প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। সংস্থার সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের দোভাষী মোহাম্মদ সালেহ আহমদ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে ভাদেশ্বর ইউনিয়ন, আর রানার্সআপ হয় ঢাকাদক্ষিণ ইউনিয়ন। চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল গ্রহণ করেন ভাদেশ্বর ইউনিয়নের টিম ক্যাপ্টেন জসিম উদ্দিন, আর রানার্সআপ ট্রফি ও মেডেল গ্রহণ করেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের টিম ক্যাপ্টেন লিপু আহমদ। খেলোয়াড়দের দক্ষতা ও মনোবল উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার শাহজাহান বলেন, "প্রতিবন্ধীরা আর সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠী নয়। তারা যদি সঠিক সহায়তা ও সুযোগ পায়, তবে সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে।"
তিনি আরও বলেন, "আমাদের সমাজে এখনো অনেক প্রতিবন্ধী ব্যক্তি অবহেলিত। তাদের দক্ষতা ও প্রতিভার সঠিক মূল্যায়ন করা হয় না। কিন্তু আজকের এই প্রতিযোগিতা প্রমাণ করেছে, তারা অন্যদের মতোই সক্ষম। প্রয়োজন শুধু তাদের জন্য সুযোগ তৈরি করা।"
আনোয়ার শাহজাহান প্রবাসী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আমাদের উচিত প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা ও খেলাধুলার মতো কার্যক্রমে সম্পৃক্ত করা, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে। দেশে ও বিদেশে যারা সামর্থ্যবান, তারা যদি এগিয়ে আসেন, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বড় পরিবর্তন আনা সম্ভব।"
তিনি আরও বলেন, "সহানুভূতির পাশাপাশি বাস্তব সহায়তা ও সুযোগ দিতে হবে, যাতে তারা নিজেদের মেধা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে পারে। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, তবে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।"
আয়োজকরা জানান, প্রতিবন্ধীদের সঙ্গে সমাজের অন্যান্য শ্রেণির মানুষের সংযোগ স্থাপন, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়, এবং প্রধান অতিথি আনোয়ার শাহজাহান তাদের উৎসাহিত করতে উপহার ও স্মারক প্রদান করেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net