সিলেট প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা শুরু বুধবার


সিলেট প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২২ জানুয়ারি বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। এবারও প্রতিদিন একটি ইভেন্ট শুরু হয়ে ফাইনাল পর্যন্ত সম্পন্ন করা হবে। নির্ধারিত দিন দুপুর ১২টা পর্যন্ত উপস্থিত প্রতিযোগীদের মধ্যে ড্র অনুষ্ঠিত হবে। ১২টা ১০ মিনিট থেকে খেলা শুরু হবে।
এবারের প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো- দাবা, ক্যারম একক ও দ্বৈত, কলব্রিজ, টোয়েন্টিনাইন, ডমিনোজ ও লুডু।
উদ্বোধনী দিন ২২ জানুয়ারি দাবা অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি ডমিনোজ, ২৫ জানুয়ারি সাপলুডু, ২৬ জানুয়ারি লুডু, ২৭ জানুয়ারি ক্যারম একক, ২৯ জানুয়ারি কলব্রিজ, ১ ফেব্রুয়ারি টোয়েন্টিনাইন ও ৩ ফেব্রুয়ারি ক্যারম দ্বৈত অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন