ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট এর উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: সুশান্ত কুমার মহাপাত্র।তিনি বলেন, সনাক এর সুপারিশ আমলে নিয়ে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিগত ১৫ জানুয়ারি দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত অধিপরামর্শ সভায় সনাক সিলেট এর পক্ষ থেকে মোগলাবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন সেবা ব্যবস্থাপনা, সেবার মান, তথ্যের উন্মুক্ততা, জবাবদিহিতা, অতিরিক্ত অর্থ আদায় বন্ধসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
সনাক সভাপতি এ্যাডভোকেট সৈয়দা শিরীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ইউএসএআইডি (ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) এর ডিরেক্টর, অফিস অব এ্যাকুইজিশ্যান এন্ড এ্যাসিস্ট্যান্স ব্রেইন অ্যারন, ডেপুটি ডিরেক্টর, ডিআরজি ব্লেয়ার কিং, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ক্রিস্টিন রবিনসন, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট রুমানা আমিন এবং সুমনা মাসুদ, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান বক্তব্য প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন সনাক সিলেট এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুস শহীদ, টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: আরিফুল ইসলাম, এসিজি, ইয়েস সদস্যবৃন্দ এবং টিআইবি’র কর্মীবৃন্দ। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: সাজিদুর রহমান ।
দিনের শুরুতে ইউএসএআইডি এবং টিআইবি’র প্রতিনিধিবৃন্দ মোগলাবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালীন কমিউনিটি মনিটরিং এবং উক্ত স্বাস্থ্য কেন্দ্রের সেবাগ্রহীতা ও এলাকাবাসীর সাথে কমিউিনিটি অ্যাকশন সভায় অংশগ্রহণ করেন। কমিউিনিটি অ্যাকশন সভায় এলাকাবাসীর পক্ষ থেকে হয়রানি মুক্ত সেবা ব্যবস্থা নিশ্চিত করতে সপ্তাহে প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি, পর্যাপ্ত ঔষধ, চিকিৎসা যন্ত্রপাতি (যেমন-প্রেসার মেশিন, ডায়াবেটিক মাপার যন্ত্র, থার্মোমিটার ইত্যাদি), বিনামূল্যে ঔষধ বিতরণ, সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা, পরিচ্ছন্নতা, রোগীদের সাথে সঠিক ব্যবহার, সুপেয় পানি এবং রোগীদের বসার ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে দাবি উত্থাপন করা হয়। কমিউনিটি অ্যাকশন সভায় এলাকার সাধারণ মানুষ, সনাক-টিআইবি ও এসিজির সদস্যসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। এসিজি সমন্বয়ক রেবা রানীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন এসিজির সহ-সমন্বয়ক মো: সাহাবুদ্দিন শিহাব।
এ দিন বিকালে ইউএসএআইডি প্রতিনিধিবৃন্দ সিলেট নগরের একটি হোটেল এর মিলনায়তন কক্ষে সনাক, ইয়েস, এসিজি প্রতিনিধিবৃন্দ এবং টিআইবি’র কর্মীবৃন্দের সাথে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net