মসজিদের মিনার নির্মাণে উবেদ আহমদ চৌধুরী ট্রাস্টের ৫০ হাজার টাকা অনুদান

শেরপুর জামে মসজিদের মিনার নির্মাণের কাজে মোহাম্মদ উবেদ আহমদ শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে ৫০ হাজার অনুদান প্রদান করা হয়েছে। আজ (১৭ জানুয়ারি ২০২৫) রাতে সিলেট নগরীর মধুশহীদ এলাকায় আরোগ্য ক্লিনিকে আলহাজ্ব মোঃ মল্লিক চৌধুরীর অফিসে তাঁর সভাপতিত্বে এক সভায় ট্রাস্টের সভাপতি সুহেদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদ অনুদানের চেক আলহাজ্ব মোঃ মল্লিক চৌধুরীর উপস্থিতিতে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ আশফাক আহমদ চৌধুরীর নিকট হস্তান্তর করেন। এসময় শেরপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী ফারুক, সমাজসেবী ফরিদ উদ্দিন ত্বকি, সাজন চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় শেরপুর গ্রামের প্রবীণ মুরব্বি মধুশহীদ জামে মসজিদের মোতওয়াল্লী আলহাজ্ব মোঃ মল্লিক চৌধুরী মসজিদের অসমাপ্ত কাজ সম্পন্নের জন্য নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। প্রাক্তন চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী তাঁর পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। সভার শুরুতে সিলেট নগরীতে বসবাসরত সদস্যদের শেরপুর জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের সর্বশেষ অবস্থার বিবরণ দেন সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী ফারুক। সভায় জানানো হয় মসজিদের সুউচ্চ মিনার, গম্বুজ ও দোতালার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আরও ১০ লক্ষ টাকার প্রয়োজন। সভায় শেরপুর গ্রামের দেশে বিদেশে অবস্থানরত লোকজন এবং সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তায় এখন পর্যন্ত সম্পন্ন হওয়া মসজিদের কাজে মহান আল্লাহপাকের শোকরিয়া আদায় করা হয় এবং দাতাদের জন্য দোয়া করা হয়। সভায় মসজিদের অসমাপ্ত কাজ সম্পন্নের জন্য পুনরায় সকলের সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য করোনা মহামারিতে (৭ জুন ২০২০) শহীদ মোহাম্মদ উবেদ আহমদ চৌধুরীর স্মৃতি রক্ষার্থে পারিবারিক উদ্যোগে আইন মন্ত্রণালয়ের রেজিস্ট্রার্ড মোহাম্মদ উবেদ আহমদ চৌধুরী শিক্ষা ট্রাস্ট, সিলেট প্রতিষ্ঠা করে শিক্ষা, সামাজিক ও ধর্মীয় কাজে সহায়তা করা হচ্ছে।

শেয়ার করুন