মৃত্যুর পর মানুষ তার কর্মে বেঁচে থাকে। ভালো কাজগুলো মানুষকে স্মরণীয় ও বরণীয় করে রাখে। সমাজ হিতৈষী মহিউদ্দিন আহমদ ছিলেন নিভৃতচারী এক স্বপ্নবান মানুষ। শিক্ষা, সমাজ এবং ইসলামের খেদমতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার কর্মগুলোই তাকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। সমাজকে অনেকদিন অনুপ্রাণিত করে যাবেন তিনি।
দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক, কবি-কথাশিল্পি সালমান ফরিদের পিতা বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ হিতৈষী মহিউদ্দিন আহমদের মৃত্যুতে স্মৃতিচারণ সভায় বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার সিলেট নগরীর জিন্দাবাজারে গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রেপিড এ্যাকশন বেটোলিয়ান— র্যাব ১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার নোমান আহমদ। তিনি বলেন, যখন বিশ্বনাথের কালিগঞ্জ বাজার এলাকায় ইসলাম প্রচার ও শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে পিছিয়ে ছিল, মহিউদ্দিন আহমদ নীরবে সেখানে শিক্ষার আলো ও ইসলাম প্রচারে ভূমিকা রেখে গেছেন। মসজিদ মাদ্রাসা প্রতিষ্টা করেছেন। দারুল কেরাতের শাখা প্রতিষ্ঠাতা, খানকা ও ওয়াজ মাহফিল আয়োজনে ছিলেন অগ্র সৈনিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, দৈনিক মানবজমিনের সিলেটের ব্যুরো প্রধান ওয়েছ খসরু, আনজুমানে আল ইসলাহ নেতা ও বর্ণি পীর সাহেবের সাহেবজাদা মাওলানা এমএ আলিম, আমেরিকা প্রবাসী কবি হাবিব ফয়েজি, কবি মামুন রশিদ। সভাপতিত্ব করেন লায়ন আসাদুল হক আসাদ। অনুষ্ঠানে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন কবি-সাংবাদিক সামলান ফরিদ, পুত্রবধু কবি উম্মে সুমাইয়া তাজবীন নীলা, নাতনি আলিয়া ফরিদ সোহা।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net