পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।দেশটির অ্যাস্ট্রনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ন বলেন, আগামী ১ মার্চ আমিরাতে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
চাঁদ দেখার ওপর আরবি মাসের শুরু ও শেষ নির্ভর করে। চাঁদের সম্ভাব্য গতিবিধি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে এই সম্ভাবনার কথা জানিয়েছে অ্যাস্ট্রনমি সোসাইটি। তাদের হিসেব অনুযায়ী ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে রোজা। সে হিসেবে বাংলাদেশে একদিন পর ২ মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ার কথা।
আরবি ১২ মাসের মধ্যে নবমতম মাস হলো রমজান। এই মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন বিশ্বের সব মুসলিম। এছাড়া এই মাসটি অন্যান্য ইবাদত ও দান সদকা দেওয়ার মাধ্যমে কাটান তারা। এই মাসের শেষে শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর পালন করেন মুসলিমরা। এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয়। তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে, আর পরদিন ৩১ মার্চ পালিত হবে বাংলাদেশে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net