যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছেন লন্ডন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ ।
সোমবার রাত ৮ টায় লন্ডনস্থ ক্যানর স্টেটে একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানর স্টেট বনফুলে সন্ধ্যা ৮টায়।
উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ফয়ছল আহমদ, লন্ডন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা শামীম আহমদ, আমিনুল ইসলাম, আল-মামুন, সৈয়দ আনছার আলী সহ প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাই বিএনপি নেতা আবেদ রাজা’র বাংলাদেশ যাত্রা নিরাপদ ও সফলের জন্য আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে পা রাখতে চলেছেন লন্ডন বিএনপি নেতা আবেদ রাজা। দেশে এসে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করবেন।
আবেদ রাজা আওয়ামী সরকারের নিপীড়ন ও দমননীতির কারণে মায়ের মৃত্যু এবং বড় ভাইয়ের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পাননি। তবে দেশের জনগণের প্রতি তার দায়িত্ব এবং ভালোবাসা কখনোই কমেনি। এবার তিনি দেশে ফিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net