বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের প্রথম সাপ্তাহিক সভা ও ২০২৪ খ্রীষ্টাব্দের সাংগঠনিক কর্মতৎপরতার উপর মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শ্রদ্ধার সাথে স্মারণ করা হয় ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের ও আহতদের রোগমুক্তি কামনা করা হয়। ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যারা এই নির্মম ও নৃশংস ঘটনা ঘটিয়েছে,তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। সভায় ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিসহ ২০২৪ এর কার্যক্রমের উপর ব্যাপক আলোচনা করে সিলেট মহানগরী সহ বিভাগের দাবি উপস্থাপন করা হয়।
সভায় বক্তারা বলেন, সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত সিলেট বিভাগের সর্বস্তরের বাংলাদেশী প্রবাসীদের দাবি। শীঘ্রই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান সহ অন্যান্য দেশের ফ্লাইট চালু করে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তর করার জোর দাবি জানানো হয়। সিলেট মহানগরীর প্রধান রাস্তা ও ফুটপাত সহ অলিগলির প্রতিটি রাস্তা অবৈধ গাড়ি পার্কিং ও হকারদের দখলে। প্রতিটি রাস্তা ও ফুটপাতকে দখলমুক্ত করে পর্যটক সহ সিলেট মহানগরীবাসীকে যানজটমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেইন বাস্তবায়ন এবং আখাউড়া-সিলেট ও সিলেট-ছাতক রেল লাইন দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। সাথে সাথে সিলেট মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল শীঘ্রই চালু করা দাবি জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিকস'র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে সুলাইমান আহমদ, বিজিত চন্দ, মোঃ জয়নাল আবেদীন, মখছুছুর রহমান, মনোয়ার হোসেন, সাগর দে, মোঃ রুবেল মিয়া, মোঃ ইয়াকুব, জাবেদ মিয়া, নীলমনি কান্ত চন্দ ও মোঃ শাহনুর আলী।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net