শহীদ মেমোরিয়াল গার্ডেন সার্ভিস সেন্টার-এর উদ্বোধন


মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণে মাইলফলক ভূমিকা রাখবে

মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের দীপান্বিত অধ্যায়। পাকিস্তানিরা দেশের সাহসী সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে। শহীদ মেমোরিয়াল গার্ডেনে অসংখ্য মুক্তিযোদ্ধার গণকবর রয়েছে। তাদের স্মৃতি সংরক্ষণে শহীদ মেমোরিয়াল সার্ভিস সেন্টার মাইলফলক ভূমিকা রাখবে।
সিলেট এয়ারপোর্টস্থ ‘সিলেট ক্যাডেট কলেজ’-এ ‘শহীদ মেমোরিয়াল গার্ডেন’-এ সার্ভিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। লন্ডন বাংলা প্রেসক্লাবের সহযোগিতায় এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট ও কনজারভেটিভ ফ্রেন্ড্স অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মুকিম আহমেদের অর্থায়নে এ সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সম্মানিত অতিথি প্রেসিডেন্ট মুকিম আহমেদ এবং মেজর জেনারেল আজিজুর রহমান, বীর উত্তম ‘শহীদ মেমোরিয়াল গার্ডেন’-এ উদ্বোধন করেন।

oplus_0


দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন স্বাধীনতা নক্ষত্র মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল এম আজিজুর রহমান, বীর উত্তম, লন্ডন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এমাদ আহমদ চৌধুরী, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ডা. অহোনা পাÐা, নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশন-এর সভাপতি মাহতাব মিয়া, বিবিসিসিআই-এর সাবেক সভাপতি মা. বশির আহমেদ, ইবিএফসিআই-এর সভাপতি ওয়ালী তসর উদ্দিন এমবিই, বিসিএ-এর সাবেক সভাপতি খন্দকার নুরুর রহমান পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তায়সির মাহমুদ, প্রখ্যাত জিন বিজ্ঞানী ডা. আবেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী। অনুষ্ঠানে প্রফেসর মিহির আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান এবং ভূমিকা উপস্থাপন করেন সাংবাদিক অপূর্ব শর্মা। প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন কর্নেল আব্দুস সালাম সালাম, বীরপ্রতীক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাক-এর সিলেট ব্যুরো চিফ হুমায়ুন রশীদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর মাসে সামরিক বাহিনীর ও ক্যাডেট কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম, বীরপ্রতীকের একান্ত চেষ্টায় বর্তমান ‘শহীদ মেমোরিয়াল গার্ডেন’-এর কাজ শুরু হয়। এই প্রকল্পের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবী প্রফেসর জিয়াউদ্দিন আহমদ সম্পৃক্ত হন। এই প্রকল্পের সাথে একটি সার্ভিস সেন্টার যোগ করেন লন্ডন বাংলা প্রেসক্লাব-এর সাবেক সভাপতি মুকিম আহমদ। তিনি এ সার্ভিস সেন্টার নির্মাণের জন্য সম্পূর্ণ অর্থ মোট ১১০০০/-(এগারো হাজার পাউন্ড) প্রদান করেন।

শেয়ার করুন