সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, একটি বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য ছাত্রজনতা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন। এ আন্দোলনে অসংখ্য ছাত্রজনতা আহত ও নিহত হয়েছেন। তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে। এর জন্য প্রয়োজন কল্যাণরাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালানো। যে রাষ্ট্রে সামাজিক সুবিচার, সম্পদের পুনর্বণ্টন, জবাবদিহিতা, গণমানুষের আকাক্সক্ষার বাস্তবায়নসহ সবধরনের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং বিভিন্ন বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ, সিলেট-এর উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয়। শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম পর্যন্ত ওয়াকাথন-এর আয়োজন করা হয়। এ ওয়াকাথনে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং বিভিন্ন বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে রেখে কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আড্ডার সূচনা করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ-এর সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) রফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া এবং কল্যাণরাষ্ট্র বিষয়ক তত্ত্বের ওপর বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জুলাই কন্যা মালেকা খাতুন সারা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সমন্বয়ক আদনান মাহমুদ তামিম, লিডিং ইউনিভার্সিটির সমন্বয়ক আবু সাঈদ, গ্রিন ডিজেবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন, সিলেট-এর সভাপতি আতাউর রহমান খান সমসু, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, সিলেট-এর প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন। অনুষ্ঠানে প্রতিবন্ধী ক্যাটাগরিতে গ্রিন ডিজেবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মুখপাত্র জুলাই কন্যা মালেকা খাতুন সারা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মুখপাত্রের প্রতিনিধি জুলাই কন্যা জান্নাতুল ফেরদৌস পুষ্পা, লিডিং ইউনিভার্সিটির সমন্বয়ক আবু সায়িদ, সমন্বয়ক আদনান মাহমুদ তামিমকে সম্মাননা প্রদান করা হয়। সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন-এ বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। ওয়াকাথনে বিজয়ীরা হলেন: প্রথম-কাজী শাহরিয়ার কবির, দ্বিতীয়-মোঃ সালাহ উদ্দিন এবং তৃতীয়-তাহির। এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত গৌছ আলম রুহেন এবং রাশেদকে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net