হাজী মোহাম্মদ চুনু মিয়া মেমোরিয়ালট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হাজী মোহাম্মদ চুনু মিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় গরীব অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, হাজী মোহাম্মদ চুনু মিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান স্পেন প্রবাসী হানুর ইসলাম ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কিবরিয়া ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী ওয়াদুদ আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের সম্পদের ওপর গরীব অসহায় মানুষের হক রয়েছে। তাই আমাদের সবার উচিত সাধ্যমতো গরীব মানুষের পাশে দাঁড়ানো। গরম কাপড়ের অভাবে অনেক অসহায় মানুষ এই শীতে নিদারুণ কষ্ট পাচ্ছেন। তাদের কষ্ট লাঘবে হাজী মোহাম্মদ চুনু মিয়া মেমোরিয়াল ট্রাস্ট এগিয়ে এসেছে। বক্তারা আরো বলেন, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মরহুম হাজী মো. চুনু মিয়া আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি সবসময় গরীব-অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে থেকেছেন। তাঁর সুযোগ্য সন্তান স্পেন প্রবাসী হানুর ইসলাম ইমন পিতার পদাঙ্ক অনুসরণ করে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করছেন। তার এই মহতী কার্যক্রম অত্যন্ত প্রশসনীয় উল্লেখ করে বক্তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনাম উদ্দিনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সামছুল আলম কয়েছ, মো. আতিকুর রহমান, মো. আবুল কাসেম, মো. জাহেদুর রহমান মৌলা, মো. উস্তার আলী, সালমান কাদের, মো. হাবিবুর রহমান সারুক, মোছা. আয়ারুন নেছা, আফিয়া বেগম ও হাজেরা বেগম পাপিয়া, সাবেক ইউপি মেম্বার তাজুল ইসলাম, ইউপি সচিব ফয়জুল ইসলাম ফয়েজ, উদ্যোক্তা কামরুল হাসান টিপু ও মারুফা বেগম দিপা, হিসাব সহকারী দেবাশীষ দেব সহ এলাকার মুরুব্বী ও যুবসমাজের নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাজী মোহাম্মদ চুনু মিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান স্পেন প্রবাসী হানুর ইসলাম ইমন ও যুক্তরাজ্য প্রবাসী কিবরিয়া ইসলামকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন