মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে যে আত্নতৃপ্তি পাওয়া যায় তা
জীবনে অন্য কোন কাজে পাওয়া যায় না
রোটারিয়ানরা সবসময় আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনো প্রতিদান নয়, মানুষ হিসেবে মানুষের সেবা করার মনোভাব থেকেই রোটারিয়ানরা কাজ করে থাকেন। অসহায় মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে যে আত্নতৃপ্তি পাওয়া যায় তা জীবনে অন্য কোন কাজে পাওয়া যায় না।
গত সোমবার ( ৩০.১২.২০২৪ ) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে সাউথের ১০৮ তম বোর্ড মিটিং অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাফিজ কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও রোটারিয়ান ইঞ্চিনিয়ার দিপক চক্রবতী পরিচালনায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন পিপি রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী পিএইচ এফ, পি পি রোটারিয়ান জুবায়ের আহমদ পি এইচ এফ, পি পি রোটারিযান ইঞ্জিনিয়ার মো জাবেদ আহমদ, পি পি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, পি পি রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ আলী মনজুর, রোটারিয়ান অমিত দাস,রোটারিয়ান সাজ দেব প্রমুখ।