সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটি গঠন ও এনআরবি ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত \
সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও
সাংগঠনিক সম্পাদক নাহিদ-আল-নাহিয়ান রাহাত
বাংলাদেশের প্রবাসীরা দেশের সম্পদ, তাঁদেরকে সর্বক্ষেত্রে সর্ব-জায়গায় যথাযথ সম্মান ও মূল্যায়ন করুন। বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবী উপস্থাপনের বলিষ্ঠ কন্ঠস্বর সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটি গঠন ও এনআরবি ডে উপলক্ষ্যে আলোচনা সভা সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় (হক মঞ্জিল, শাপলা-১০, উত্তর জল্লারপার, সিলেট)-এ অনুষ্ঠিত হয়। সিলেট কল্যাণ সংস্থার আয়োজনে, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ। স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। এনআরবি ডে উপলক্ষ্যে বিশেষ বক্তব্য রাখেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশী প্রবাসী নাহিদ-আল-নাহিয়ান রাহাত।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ২১ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৮ সালের তিন বছর মেয়াদী আন্তর্জাতিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির নাম ঘোষনা করেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশী প্রবাসী নাহিদ-আল-নাহিয়ান রাহাত। কমিটির দায়িত্বশীলরা হলেন-সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের (বাংলাদেশ), সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান (বাংলাদেশ), সহ-সভাপতি রজব আলী (ইংল্যান্ড), সাধারণ সম্পাদক জাকির হোসেন (ইংল্যান্ড), সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী (বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (ইংল্যান্ড), সাংগঠনিক সম্পাদক নাহিদ-আল-নাহিয়ান রাহাত (আমেরিকা), সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরান জামাল জুয়েল (হল্যান্ড), সহ-সাংগঠনিক সম্পাদক ওমর মোহাম্মদ সাঈদ (ইংল্যান্ড), অর্থ সম্পাদক মুখতার আহমেদ তালুকদার (বাংলাদেশ), ধর্ম সম্পাদক জাকারিয়া আহমদ (সৌদি আরব), সহ-ধর্ম সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ (বাংলাদেশ), প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ (বাংলাদেশ), আন্তর্জাতিক সম্পাদক মোঃ নাসিমুল বারী নোমান (সংযুক্ত আরব আমিরাত), সহ-আন্তর্জাতিক সম্পাদক আবু সুফিয়ান (ব্রাজিল), সদস্য আশরাফ উদ্দিন (বাংলাদেশ), মোঃ মাহবুব ইকবাল মুন্না (বাংলাদেশ), খালেদ মিয়া (স্পেন), আবুবকর সিদ্দিক চৌধুরী আজমল (ইংল্যান্ড), মুহাম্মদ আলী (পর্তুগাল), শাহজাহান আলম (পর্তুগাল)।
সভায় বক্তারা বলেন, আমাদের প্রবাসীরা দেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। তারা শুধু দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনই করছেন না বরং তারা দেশের সম্মান ও মর্যাদা বিশ্বের বিভিন্ন প্রান্তে তুলে ধরছেন। বাংলাদেশের প্রবাসীরা দেশের সম্পদ, তাদেরকে সর্বোচ্চ সম্মান ও মূল্যায়ন করুন। সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ঠ কাঠামো হিসেবে কাজ করবে। আমাদের লক্ষ্য হবে প্রবাসীদের জন্য সাহায্য, সেবা ও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা। এই উদ্যোগ বাংলাদেশের প্রবাসী সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আমাদের দৃঢ বিশ্বাস।
আন্তর্জাতিক কমিটি ও এনআরবি ডে এর আয়োজনে সিলেট কল্যাণ সংস্থা’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুব সম্পাদক শাহরিয়া হাসান, যুবনেতা মখছুছুর রহমান, রেইদ আল মিতেব রিয়াদ, মোঃ জিল্লুর রহমান, মোঃ বজলুর রশীদ, আসলাম আল মাহির, শাহি ইসলাম মারুফ, বিজিত চন্দ, মোঃ শাহনুর আলী ও নীলমনি কান্ত চন্দ।