রোটারী ক্লাব সিলেট সেন্ট্রালের উদ্যোগেগোলাপগঞ্জে
চক্ষু ও ডায়াবেটিস রোগীর চিকিৎসা প্রদান
গোলাপগঞ্জে তিনশতাধিক চক্ষু ও ডায়াবেটিস রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ঐতিহ্যবাহী রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে এবং ইউকের একটি রোটারী ক্লাবের সহযোগিতায় এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জালালাবাদ চক্ষু হাসপাতালের ডাক্তারগণ চিকিৎসা সেবা দিয়ে ছিলেন। গেলো ২৮ ডিসেম্বর শনিবার পশ্চিম আমুড়া ইউনিয়নের ড. মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারীয়ান আব্দুর রহমান আরএফএসএম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অসীম চন্দ্র পাল। তিনি রোটারীর বিশ্বজনীন মানবিক সেবামূলক কাজের উচ্চ প্রশংসা করেন। ভবিষ্যতে সমাজের সুযোগ বঞ্চিত মানুষের কল্যাণে কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান। চিকিৎসা ক্যাম্প উপকমিটির চেয়ারম্যান রোটারীয়ান পিপি নজরুল ইসলাম পিএইচএফ এর পরিচালনায় বক্তব্য রাখেন রোটারীয়ান পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটারীয়ান পিপি এম এ রহিম আরএফএসএম, রোটারীয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ, রোটারীয়ান পিপি সামছুদ্দিন পিএইচএফ, পশ্চিম আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমদ এবং রংধনু মানবকল্যাণ সংস্থার রাসেল আহমদ প্রমুখ। ১৭জন ছানী রোগী অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। অচিরেই তাদেরকে জালালাবাদ চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন ও চশমা দেওয়া হবে।