২০২৫ খ্রীষ্টাব্দকে স্বাগত জানিয়ে ঘুষখোর ও দুনীর্তিবাজদের
রাষ্ট্রদ্রোহী ঘোষনার দাবিতে শোভাযাত্রা ১ জানুয়ারী
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ০১ জানুয়ারী বুধবারের শোভাযাত্রা সফলে প্রস্তুতি সভা ও ২০২৪ এর ৩২তম শেষ সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটি গঠন, ১ জানুয়ারী বুধবার ২০২৫ খ্রীষ্টাব্দকে স্বাগত জানিয়ে “ঘুষখোর ও দুর্নীতিবাজ, বাংলাদেশের জন্য অভিশাপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সরকারী অফিসের দালাল, দখলবাজ, সিন্ডিকেটবাজ, অনাকাঙ্খিতভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিকারী মুনাফাখোরদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবীতে বেলা ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান উপদেষ্টা সহ ২৪ উপদেষ্টা বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান, বেলা ১১.০০ ঘটিকায় ধোপাদিঘীরপার ওসমানী জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ ও বেলা ১১.৩০ ঘটিকায় শোভাযাত্রা ওসমানী জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত, আগামী ৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় ২০২৫ খ্রীষ্টাব্দের প্রথম সাপ্তাহিক সভা ও ২০২৪ এর কার্যক্রমের মূল্যায়ন সভা, ১০ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় ২০২৫ খ্রীষ্টাব্দের ২য় সাপ্তাহিক সভা, ১১ জানুয়ারী শনিবার বিকাল ২.৩০ ঘটিকায় সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে যুক্তরাঝ্যে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের সহায়তায় ১৩ জন অসহায় সেলাই কারিগরদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও ৮ ফেব্রুয়ারী শনিবার সাংগঠনিক পরিবারের আনন্দ ভ্রমণের উদ্যোগ গ্রহণ করা হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সিনিয়র সহ-সাংগঠনিক সৈয়দ ইব্রাহীম, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, নেতৃবৃন্দদের মধ্য থেকে যুবনেতা মোঃ শাহনুর আলী, নীলমনি কান্ত চন্দ, আবু সুফিয়ান, মোঃ রনি আলম, সঞ্জয় দেবনাথ ও নাদেল হোসেন।