সরকার শক্তিশালী না হলে শুধু সচিবালয়ে নয়, সমগ্র রাষ্ট্রে আগুন লাগতে পারে

বাংলাদেশ সচিবালয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র আগুনে পুড়ে যাওয়া বা সেখানে আগুন লাগা নিচক কোন ঘটনা বা দূর্ঘটনা নয়। এটা নিশ্চয়ই পরিকল্পিত অগ্নিকাণ্ড।
৫ই আগস্টের পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি পুরো দেশবাসীর যে অভুতপূর্ব জোরালো সমর্থ ছিল সেই সমর্থন এই সরকার ধরে রাখতে ব্যর্থ হয়েছে। দেশবাসী চেয়েছিল একটি অধিকতর শক্তিশালী সরকার, কিন্তু তারা তাদের শক্তির এবং অগ্রগতির প্রকাশ তেমন করে ঘটাতে পারেননি। এতো বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার পরেও জাতি আজ কেন এতো হতাশ? সরকার মাত্র পাঁচ মাসে বেমালুম ভুলে গেছে কত রক্তঋণ আর জাতির আকাঙ্খার উপর দাঁড়িয়ে
তারা সরকার গঠন করেছিল? মনে হচ্ছে সরকার অতি উদার এবং আত্মতুষ্টি হওয়ার কারণে ফ্যাসিবাদের দোসর’রা এখনও বিভিন্ন সরকারি দপ্তরে দেশের ভিতরে বাহিরে বেশ দাপটে আছে। দেশের অর্থনীতি গণতন্ত্র ধ্বংসকারীরা অনেকেই নিরাপদে দেশ ত্যাগ করেছে, কেউ দেশের ভিতর হাস্যোজ্জল। এ যেন যেমন খুশি তেমন সাজের সরকার। সরকারকে দূর্নীতিবাজদের প্রতি আরো কটুর হওয়ার আশা করেছিল দেশবাসী। চলমান চাঁদাবাজি দূর্নীতি বন্ধের প্রদক্ষেপে জাতি রীতিমতো হতাশ। মনে হচ্ছে এই সরকার অজস্রজনের আত্মত্যাগ আর শহীদের রক্তের ঋণকে শুধু অবজ্ঞা নয়, অস্বীকারও করছে। শুধু কাগজের সংস্কার না করে জাতীয় আকাঙ্খাকে সুসংহত করে গণতন্ত্র ধ্বংসকারী এবং দূর্নীতিবাজদের মুল উৎপাটন করুন।
এভাবে চলতে থাকলে শুধু সচিবালয়ে নয় পুরো রাষ্ট্রের সর্বত্র আগুন লাগতে পারে।
এই অন্তবর্তী সরকার যদি দ্রুত তাদের শক্তি সামার্থের প্রকাশ ঘটিয়ে শক্ত হাতে দেশের হাল ধরতে না পারে, তাহলে রাষ্ট্র বিনাশ হবে। ৫ই আগস্টের মতো পরিনতি হয়তো-বা তাদেরকেও ভোগ করতে হতে পার, যা মোটেই দেশবাসীর কাম্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সাফল্য ব্যর্থতার উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ, গণতন্ত্র কেমন হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রধান আকাঙ্খা, তা নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব প্রায় স্পষ্ট।
এই সরকারের আচরণ নিয়ে সকল সন্দেহ অবিশ্বাস ভুল বুঝাবুঝির দ্রুত অবসান হউক, তা না হলে যেটুকু জাতি ঐক্য আছে তা ও হারিয়ে যাবে। দেশটা হউক মানবিক সবার জন্য নিরাপদ।

লেখক: মোঃ নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান
উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ,ছাতক সুনামগঞ্জ।
সাবেক যুগ্ম সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি।

শেয়ার করুন