উন্নতমানের প্রতিষ্ঠান গড়তে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে
…সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি উন্নতমানের প্রতিষ্ঠান গড়ে তুলার জন্য ত্যাগ-তিতিক্ষা প্রয়োজন। পাশাপাশি যোগ্যতা সম্পন্ন শিক্ষকও নিয়োগ দিতে হবে। শিক্ষক-শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যায়। বানিয়ান ব্রিটিশ স্কুল যে ফেস্টিভ্যালের আয়োজন করেছে, তাতে শিক্ষার্থীরা উৎসাহিত ও উজ্জীবিত হবে। এসকল সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটলে, তারা সমাজ ও দেশের জন্য নিজেদেরকে গড়ে তুলতে পারবে।
নগরীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝরনারপাড়স্থ ‘বানিয়ান ব্রিটিশ স্কুল’-এর উদ্যোগে উইন্টার ফেস্টিভ্যাল-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুলের প্রিন্সিপাল জাকিরা ফাতিমা লিমি চৌধুরী’র সভাপতিত্বে গত শনিবার (২৮ ডিসেম্বর) সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী শুরুতে কবুতর উড়িয়ে ফেস্টিভ্যালের উদ্বোধন ঘোষণা করেন।
স্কুলের শিক্ষক হাবিবুর রহমান মুন্না এবং এডমিন অফিসার তাসলিমা খানম বীথির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্কুলের ডিরেক্টর শিহাব উদ্দিন, ডাইরেক্টর জহিরুল ইসলাম সোহেল, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী ফায়াদ। ফেস্টিভ্যালে ২০টি স্টল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক মহিউদ্দিন আহমদ, এডভোকেট ফজল আহমদ চৌধুরী, এডভোকেট শাফাক আহমদ চৌধুরী, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন, স্কুলের ডিরেক্টর এমএস রুহেল, ডিরেক্টর আলী হায়দর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রোটারিয়ান আবদুল মুহিত দিদার, বিশ^বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী মনি, সাংবাদিক ও প্রাবন্ধিক আব্দুল বাছিত। এছাড়া অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা গান, কবিতা, গল্প, নাটিকা এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে ফেস্টিভ্যালকে প্রাণবন্ত করে তুলে।
বিশেষ অতিথির বক্তব্যে শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমদ বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে অগ্রগামী ভূমিকা পালন করবে। এছাড়া এগিয়ে আসতে হবে অভিভাবকদেরকেও। উপযুক্ত শিক্ষার পরিবেশ সৃৃষ্টি করতে পারলেই শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। ‘কেউ প্রতিদ্ব›দ্বী নয়, সবাই সহযোগী’ এই চিন্তাধারা শিক্ষার্থীদের মনে গেঁথে দিতে হবে। একটি আইডিয়ালিস্টিক প্রতিষ্ঠান গড়ে তুলার জন্য উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থার সমন্বয় প্রয়োজন।
সভাপতির বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল জাকিরা ফাতিমা লিমি চৌধুরী বলেন, বানিয়ান ব্রিটিশ স্কুল আধুনিক শিক্ষার প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্যেই শুরু থেকে কাজ করছে। শিক্ষার্থীরা যাতে উন্নত চিন্তাচেতনায় বড় হতে পারে, সেই লক্ষ্যেই নানাধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। উইন্টার ফেস্টিভ্যাল তারই ধারাবাহিকতার অংশ। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মন ও মননের বিকাশের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net