দুস্থ মানুষকে সেবার মধ্যেই মানসিক প্রশান্তি নিহিত
দুস্থ মানুষকে সেবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। এর মধ্যেই মানসিক প্রশান্তি নিহিত। আমরা যতই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াবো, ততই আমরা নিজেদেরকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে প্রবাসী ও বিত্তবানদের অগ্রসর হওয়া উচিত।
বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেট-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ওসমানীনগর উপজেলার বেগমপুর সাদিপুর ইউনিয়নের শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক ড. এনামুল হক সরদার ও মেডিকেল ক্যাম্পের আহ্বায়ক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, সমিতির সহ সভাপতি এস এম আনওয়ারুল ইসলাম, আব্দুল জলিল জিলু, সহ সভাপতি অধ্যক্ষ মো. ছুরাব আলী, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, প্রচার সম্পাদক সাংবাদিক এম এ মতিন, দপ্তর সম্পাদক মো. ওলিউর রহমান সুফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ মো. আলা হোসেন, কার্যকরী পরিষদের সদস্য চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সদস্য আবু কয়েস চৌধুরী।
স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ মো. আব্দুল হক, ফয়জুল ইসলাম, শাহ মবশ্বির আলী, জাকির হোসেন, আবু বকর, আব্দুল্লাহ মিসবাহ।
চিকিৎসকদের মধ্যে উপস্থিত থেকে সেবা প্রদান করেন ডা. মাশুকুর রহমান, ডা. মোহাম্মদ সাব্বির আহমদ শাহিন, দুলাল কান্তি দে, ডা. বিশ্ববিজিৎ দেব, ডা. মো. রাশেদ আশলার, ডা. সুরাইয়া আফরোজ, ডা. মিজানুর রহমান, ডা. মহি উদ্দিন আহমদ, ডা. রিমি হামিদ, কল্লোল ভট্টাচার্য্য। উল্লেখ্য, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেট সবসময় স্বাস্থ্য, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। এ প্রচেষ্টার অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।মেডিকেল ক্যাম্পে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net