নতুন বছরের প্রত্যাশা, ঘুষখোর ও দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ চাই

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৩১তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অনাকাঙ্খিত মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করা হয়। ঔষধ ও দ্রব্য মূল্যের অনাকাঙ্খিত মূল্যবৃদ্ধি রোধে ভোক্তা অধিদপ্তরকে মাঠ পর্যায়ে জোরদার পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানানো হয়। পাশাপাশি সিলেটে হিজড়া ও ভিক্ষুকদের মাত্রাতিরিক্ত চাঁদাবাজীর জন্য সংশয় প্রকাশ করা হয়। হিজড়া ও ভিক্ষুকদের চাঁদাবাজী বন্ধে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানানো হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দকে স্বাগত জানিয়ে ঘুষ ও দুর্নীতি বন্ধে, হউক নতুন বছরের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, সিন্ডিকেটবাজ, অনাকাঙ্খিত মূল্য বৃদ্ধিকারী মুনাফাখোরদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবীতে শোভাযাত্রার উদ্যোগ করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষারের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, যুবনেতা মোঃ জিল্লুর রহমান, মখছুছুর রহমান, মোঃ শাহনুর আলী, নীলমনি কান্ত চন্দ ও সেলিম মিয়া।

সভায় আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ০১ জানুয়ারী বুধবারের শোভাযাত্রা সফলে প্রস্তুতি সভা ও ২০২৪ এর ৩২তম শেষ সাপ্তাহিক সভা এবং আগামী ৩০ ডিসেম্বর সোমবার বিকাল ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের তিন বছর মেয়াদী আন্তর্জাতিক কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হয়।

শেয়ার করুন