বিএনপি’র চেয়াপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিবন্ধীরা সমাজেরই একটি অংশ। তাদের পাশে দাড়ানো আমাদের কর্তব্য। তাদের রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সুতরাং তাদেরকে সাথে নিয়েই আমাদের দেশ পরিচালনা করতে হবে।
বুধবার রাতে ( ১৮ ডিসেম্বর ) সিলেট এয়ারপোর্ট, বড়শলা আঃ হাফিজ-খানম জামে মসজিদের প্রতিষ্ঠাতা মুতাওয়ালী সমাজসেবী রোটারিয়ান জাকির আহমদ চৌধুরীর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মধ্যে মাংস, চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানটি রোটারিয়ান জাকির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট এয়ারপোর্ট আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন প্রাক্তন রোটারি জেলা গর্ভনর (অব.) আতাউর রহমান পীর।
জাকির আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন গরিব মানুষেরা ঈদ ব্যতীত তাদের ভাগ্যে মাংস জুঠা খুবই দুরূহ, এই বিষয়টি সামনে রেখে তিনি এই ব্যতিক্রমী প্রোগ্রাম করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিবন্ধীদের এবং উপস্থিত সকলকে।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তিন নাম্বার খাদিমনগর ইউপি চেয়ারম্যান দেনোয়ার হোসেন, রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারিয়ান সাংবাদিক আব্দুল মুহিত দিদার, সাদেক আহমদ চৌধুরী, ইমদাদ আহমদ চৌধুরী, জাকারিয়া আহমদ চৌধুরী, বিএনপি নেতা আবুল কাশেম, আজিজুর রহমান, কছির উদ্দিন
হাজী জুনেদ আহমদ, আবু জাহিদ, সাইদুর হোসেন, শহীদ আহমদ, সাঈদ, লয়লু, শেখ মঈন উদ্দিন বাবুল, হাবিবুর রহমান পংকি প্রমোখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন আঃ হাফিজ-খানম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি এনামুল হক।
উল্লেখ্য, প্রায় শতাধিক দরিদ্র ও অবহেলিত বঞ্চিত প্রতিবন্ধী মানুষের মধ্যে থাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।