গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মির্জা লুৎফুজ্জামান বাবর এর উপর দশ ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি উপলক্ষ্যে বাবর মুক্তি পরিষদ সিলেটের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় মিছিলটি বন্দরবাজার থেকে শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ও সমাবেশে বক্তব্য রাখেন, বাবর মুক্তি পরিষদ সিলেটের আহ্বায়ক মোঃ নূরুল হুদা তালুকদার, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান খোকন, মোঃ আব্দুল মান্নাফ, মোঃ আব্দুল মোতালেব, এনামুল হক উজ্জল, আইনুল ইসলাম, সদস্য মির্জা মোঃ ইসা, মির্জা শফিকুল সংগ্রাম, মোঃ শাহবাজ মিয়া, মোঃ সাহেদ, মোঃ আরিফ, শিহাব আহমদ, তানজিল হোসেন বাপ্পী, মোঃ সাদিক, মিন্টু মিয়া, সাব্বির আহমেদ, রাসেল মিয়া, মোহাজিদ, রাশেদ, জুনাইদ, মোঃ সুজন মিয়া, বাবুল মিয়া, মোঃ হৃদয় মিয়া, মোঃ আরিফ, গোলাপ মিয়া, হাফিজুর রহমান, রুবেল মিয়া, আজাদ হোসেন সুমন, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ রাকিব, মোঃ জিসান খান, মোঃ আরিফ, মোঃ মোঃ জিসান খান বাবু সহ বাবর মুক্তি পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সততা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। তিনি সৎ ও সাহসী একজন নেতা ছিলেন। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাজানো মামলায় দীর্ঘদিন অবৈধ সরকারের রোষানলে পড়ে মিথ্যা মামলায় লুৎফুজ্জামান বাবরকে আটক রাখা হয়। তার মুক্তিতে সিলেট সহ সারা বাংলাদেশের মানুষ আজ আনন্দিত। এ দেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ বিপ্লব আমরা হারাতে দেবো না।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net