রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল
রোটারি জালালাবাদের সাথে দীর্ঘমেয়াদি কাজ করতে চায়
…ড্যানিয়েল ডি সান্ত
রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল-এর নির্বাহী পরিচালক মি. ড্যানিয়েল ডি সান্ত বলেছেন, রোটাপ্লাস্ট দীর্ঘ ৩২ বছর ধরে ২৬টি দেশে মানবকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। এটা অত্যন্ত আনন্দের যে, রোটারি ক্লাব অব জালালাবাদও মানবসেবায় কাজ করছে। রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব অব জালালাবাদের সাথে একটি দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে চায়।
রোটারি ক্লাব অব জালালাবাদ-এর উদ্যোগে ক্লাবের সাথে আমেরিকা থেকে আগত রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল দলের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গত রোববার (১৫ ডিসেম্বর) নগরীর মানিকপীর রোডস্থ জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতাল (জালালাবাদ রোটারি হাসপাতাল)-এর কনফারেন্স রুমে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম চেয়ার রোটারি ক্লাব অব জালালাবাদ-এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল-এর মিশন ডিরেক্টর ব্রিয়ান ওয়াকার, এনেস্থিওলজিস্ট নিল ফ্লেমিং। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী, লে. কর্নেল এম. আতাউর রহমান পীর (অব.)। মতবিনিময় সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব প্রেসিডেন্ট আরশাদ আলী। শুরুতে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল টিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাব সদস্য মাছুমা চৌধুরী রুমী।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ক্লাব পিপি এম এ মালেক হুমায়ুন, পিপি হানিফ মোহাম্মদ, পিপি এডভোকেট মুজাক্কির হোসেন কামালী, পিপি আলী আশরাফ চৌধুরী খালেদ, আইপিপি মনজুর আল বাসেত, প্রসিডেন্ট ইলেক্ট সুব্রত চক্রবর্তী জুয়েল ট্রেজারার মিজানুর রহমান, প্রফেসর ডা. জাকারিয়া হোসেন, জামিল আহমদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ তাপাদার, জাকিরা ফাতেমা চৌধুরী (লিমি), আখতার আহমদ, ডা. আব্দুল্লাহ আল মামুন, হাবিব আল নূর, জুনেদ আহমদ প্রমুখ। উল্লেখ্য, আগামী বছরের ১৫ জানুয়ারি বুধবার থেকে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ৯ দিনব্যাপী বিনামূল্যে ঠোঁটকাটা, তালুকাটা, পোড়া রোগীদের আধুনিক চিকিৎসা তথা প্লাস্টিক সার্জারি বা অপারেশন করা হবে। জালালাবাদ রোটারি হাসপাতালের উদ্যোগে এ মিশন বাস্তবায়িত হবে। এ মিশন বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করছে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল টিম। অর্থায়ন করছে শেভরন বাংলাদেশ। আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার রোগী বাছাই করা হবে। এই সুযোগ গ্রহণ করার জন্য জালালাবাদ রোটারি হাসপাতাল এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নাম অন্তর্ভুক্তির আহবান করা হয়েছে। উল্লেখ্য, এ মিশনটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ড এবং মিশর থেকে আগত বিশ্বখ্যাত সার্জনদের দ্বারা বিনামূল্যে অপারেশন সম্পূর্ণ করা হবে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net